ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে একটি চক্র বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোলাহাট উপজেলার ইটভাঠা সমিতির সভাপতি জামিরুল ইসলাম উইল জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে একটি চক্র নিজেদের নামীদামি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে মাঝে মধ্যে ইটভাটায় এসে চাঁদা দাবী করেন। চাঁদা দাবী না মেটালে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয়। তিনি বলেন, সম্প্রতি ফাইসাল আজম অপু নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ইটভাটায় এসে চাঁদার দাবী করেন। এদিকে শনিবার বকুল নামের এক ব্যক্তি দৈনিক মানবজমিন ও দৈনিক মানব কন্ঠ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ইটভাটায় দাপিয়ে বেড়ায়। এক পর্যায়ে ইটভাটায় দায়িত্বরত কর্মচারীরা ইটভাটার সাধারণ সম্পাদক কামালউদ্দিকে বিষয়টি জানালে তিনি নিজে তার ০১৭১২-২৭৩৫৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি নিজেকে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক দাবী করেন এবং ভোলাহাট মেডিকেল মোড়ে তার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন এ কথিত সাংবাদিক বলে জানান। বিষয়টি কামাল উদ্দিনের সন্দেহ হলে ভোলাহাটের মানবজমিন পত্রিকার প্রতিনিধিকে অভিহিত করেন বিকেল ৪টার দিকে এ নামের এ পত্রিকায় সাংবাদিক আছে কি না। তাৎক্ষণিক মানবজমিন পত্রিকার ভোলাহাট প্রতিনিধি কথিত মানবজমিন পত্রিকার এ সাংবাদিক বকুলের মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিষয়টি এড়িয়ে গিয়ে নিজেকে মানব কন্ঠ পত্রিকার সাংবাদিক ও হিউম্যান রাইটস এর প্রতিনিধি দাবী করেন। বিষয়টি জানার জন্য মারব কন্ঠের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করে তিনি এ নামের মানব কন্ঠ কোন প্রতিনিধি নাই এবং এ ব্যাপারে যাঁচাই-বাছাই করার পরার্মশ দেন। পরে ভোলাহাট প্রেস ক্লাবের সিনিয়ার সাংবাদিক শরিফুল ইসলাম তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মানবজমিন ও মানব কন্ঠ পত্রিকার বিষয়ে এড়িয়ে গিয়ে অপরিচিত পত্রিকার নাম বলেন এবং হিউম্যান রাইটস প্রতিনিধি বলে দাবী করেন। তাকে ভোলাহাট প্রেসক্লাবে আমন্ত্রণ জানানো হলে ভোলাহাটের বাইরে আছেন বলে সটকে পড়েন। এছাড়াও নাম না শুনা বিভিন্ন পত্রিকার পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান করার কথা বলে চাঁদার দাবী করে আসছে এক চক্র বলে অভিযোগ রয়েছে। এ দিকে বিভিন্ন স্থানে কিছু পত্রিকার কার্ডধারী ব্যক্তি সংবাদ সংক্রান্ত কোন কাজের সাথে সংশ্লিষ্টতা না রেখে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিীভন্ন সুবিধা আতায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবির উপজেলার সকলকে এদের কাছ থেকে সাবধান থাকার আহবান জানান এবং সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদার দাবী করলে স্থাণীয় প্রশাসনের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন।