নুরে আলম শাহ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে এনজিওর অর্থ আত্মসাৎকারী প্রতারকসহ ১জন অপহরণ মামলার আসামি গ্রেফতার, ১জন ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া অপহৃত ভিকটিম উদ্ধার ও ১ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হওয়ায় পুলিশ সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর)বিকেলে সাংবাদিকদের প্রেসব্রিফিং করেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
প্রেসব্রিফিং এ পুলিশ সুপার বলেন,পাথরাজ হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশনের ম্যানেজার গ্রাহকদের ৩লাখ ২৯ হাজার টাকা আত্মসাৎকরে পালিয়েছে মর্মে ২৯ সেপ্টেম্বর সদর থানায় মামলা হয়। মামলা নাম্বর-৩৯ ।
৪০৮/ ৪২০ ধারায় রংপুরের মিঠাপুকুর থানার শার্ট গোপালপুর এলাকা থেকে সাইফুল ইসলাম (৫৬)কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও পর পর ২ (দুই) বারে অপহৃত ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী মোছাঃ খুর্শিদা জাহান জিওনা(১২) কে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান পুলিশ সুপার।
জেলা পুলিশের অভিযানে ৩ অক্টোবর নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা ৭/৩০ সংক্রান্তে ১ জন আসামী বর্তমান হাজীপাড়াস্থ এলাকা হতে আব্দুল মোতালেবের পুত্র মিরাজ ইসলাম সাজু (১৯)কে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অপরদিকে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) তৎসহ পর্নোগ্রাফি আইনের ৮ (১)(২) এবং ৫০৬ (২ )পেনাল কোড সংক্রান্তে শীর্ষ সন্ত্রাসী সদর উপজেলার নারগুন কহরপাড়ার মোঃ: সাঈদ ওরফে আবু সাঈদ এর পুত্র মোঃ আলম হোসেন ওরফে নিল আলম (৩০) কে গ্রেফতার করতে সমর্থ হই এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেন বলে জানান তিনি।
পরিশেষে পুলিশ সুপার আরও বলেন, আপনাদের সহযোগিতা সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল ) মিথুন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।