বরগুনা জেলা সংবাদদাতাঃ
সকাল থেকেই মুষল ধরে বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন। প্রকৃতি অন্ধকার রূপ ধারণ করে রয়েছে। বরগুনায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার সন্ধ্যা রাত থেকে এ অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়,মঙ্গলবার সকাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে। ফলে বিপাকে রয়েছেন জেলে, শ্রমজীবী, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষেরা। এছাড়া পায়রা ও বিষখালী নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকা নিম্ন অঞ্চল পানির নিচে তলিয়ে মানুষ আতংকে রয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গরু,ছাগল,হাস,মুরগি সহ গবাদিপশুর খাবার নিয়ে পরছে বিপাকে।
গতকাল মঙ্গলবার সকাল সারাদিন ও রাতভর বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস থেকে জানা গেছে, আরো দুইদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

অতি প্রয়োজন ছাড়া বরগুনা পৌর শহরের সড়কগুলোতে মানুষের তেমন চলাচল করতে দেখা যায়নি। প্রবল বর্ষণে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। বিএডিসি উৎপাদন বিষয় এক প্রশ্নের জবাবে বরগুনা এগ্রো সার্ভিস সেন্টার এর উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান বলেন ভাই আমি নতুন এসেছি কিন্তু এখান কার আবহাওয়া খুব বেশি পরিবর্তন দেখা যাচাই, ভালো না কি উৎপাদন করতে পারব জানিনা। বৃষ্টিতে বের হওয়া যায় না ক্ষেত তলিয়ে গেছে নারিকেল চারা করতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *