প্রতিনিধি,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ অক্টোবর ) দুপুরে গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান খোকন’র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোলাইমান আলী সরকার, পিটিএ সভাপতি মোঃ হাসিনূর রহসান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন, সহকারী শিক্ষক-শিক্ষীকা বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্তত ৩ শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা শিক্ষার গুনগত মানোন্নয়নের প্রতি গুরুত্ব আরোপসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।