ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্ত্বরে এ সভার আয়োজন করা হয়।
২০ নং রুহিয়া পশ্চিম ইউপির চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ বাবু প্রমুখ।