ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি:১৮/অক্টোবর ২০২৩

জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মামলা তদন্তের পর আদালতে জমা দেওয়া চার্জশীটে ভিত্তিতে সাজা হয়েছে ৬৭.৬৮ শতাংশ আসামির। যা দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ওয়ারেন্ট তামিল এবং আইনশৃংখলা উন্নয়ন সূচকে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা ।

তিন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচন সভায় এতথ্য উঠে আসে। সভায় আইজিপির সভাপতিত্ব উপস্থিত ছিলেন পুলিশের সকল ইউনিট প্রধান।

জানা গেছে, ওয়ারেন্ট তামিলে ‘ওয়ারেন্ট মাস্টার’ খ্যাত জয়পুরহাট জেলার পুলিশ সুপার নূরে আলম সারাদেশের মধ্যে এবারও জিআর, সিআর ও সাজা এই তিনটি ক্যাটাগরিতেই প্রথম হয়েছেন। এছাড়া আইনশৃংখলা উন্নয়ন সূচকে সারাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অর্জন করেছে।

জয়পুরহাট জেলার পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘জয়পুরহাট জেলা পুলিশ টিম ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এর জন্য মামলা তদন্ত কার্যক্রম সঠিক ভাবে তদারকির পাশাপাশি বিচারিক কার্যক্রমের সময় সাক্ষীদের হাজির করাও নিবিড়ভাবে তদারকি করা হয়। এছাড়া আসামি গ্রেপ্তারের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদারকি করা হয়। এতে করে জয়পুরহাট জেলা প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *