ফারহানা আক্তার ,জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে সাজ সাজ রবে উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে । পুজার সার্বিক পরিবেশ দেখার জন্য প্রতি দিনের মত ২২ অক্টোবর রবিবার পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিবেশ পরিদর্শন করেন । এদিন দুপুরে তিনি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির ও গোপালপুর পুজা মন্ডপ পরিদর্শন করেন ।
পুজা মন্ডপের পরিবেশ সুন্দর ও উৎসব মুখর রাখতে তিনি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও দর্শনার্থীদের সাথে কথা বলেন । এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদেকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । এর পাশাপাশি কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকদেরকেও দায়িত্ব পালনে আহবান করেন ।

সনাতন ধর্মাল্বীদের সর্ববৃহৎ ধর্মীয় পুজা অর্চনা শারদীয় দূর্গা পূজা গত শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। এবার পাঁচবিবিতে ৭৩টি পূজা মন্ডপে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে । হিন্দ ধর্মাবলম্বীদের সার্বজনীন এ পুজায় প্রতিদিন অসংখ্য ভক্ত ও অনুরাগীরা দল বেঁধে পূজা মন্ডপ গুলোতে উপস্থিত হয়ে পূজা অর্চনা সহ আরতিতে অংশ গ্রহণ করছে। মন্ডপ এলাকায় বিরাজ করছে উৎবের আমেজ ।
ওসি জাহিদুল হক বলেন, আবহমান কাল থেকে চলে আসছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, পর ধর্মের প্রতি সম্মান দেখিয়ে সকল ধর্মের আচার অনুষ্ঠান পালনে সকলকে সহযোগিতার আহবান জানান । এব্যাপারে জয়পুরহাটের সুযোগ্য পুলিশ সুপার নুরে আলম সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *