নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) আয়োজনে অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে পৌর এলাকা গোধুলী বাজারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী প্রিয়াংকা অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
শুরুতেই উদ্বোধনী বক্তব্যে পুনাকের সভানেত্রী প্রিয়াংকা অধিকারী বলেন, পুনাক সর্বদায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
এছাড়াও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রমেও সাধারণ জনগনের পাশে সবসময় ঠাকুরগাঁও পুনাক থাকবে বলে জানান পুনাকের সভানেত্রী।
প্রধান অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন,ঠাকুরগাঁও তথা বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ বলে সকল ধর্মালম্বীর নানা শ্রেনী-পেশার মানুষ বহুকাল ধরেই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে যাচ্ছেন।
আমরা একে অন্যের পরিপূরক।
সকলে মিলে শারদীয় দুর্গোৎসব আনন্দে কাটাতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আসাদুজ্জামান আসাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবিরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *