হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জস্থ কিশলয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল ক্রসিং এ ঘটনাটি ঘটে। পরে মঙ্গলবার (৩১) সকালে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় রংপুর জেলার কাউনিয়া রেল পুলিশ ফাঁড়ি।
কুড়িগ্রাম রেলের স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা জানান, কাউনিয়া থেকে উলিপুর গামী কমিউটার ট্রেনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি কাউনিয়া রেল পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি।