ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সুগন্ধা নদীতে সোমবার ৩০শে অক্টোবর ভোর রাতে অভিযানে ৮ হাজার মিটার জাল ও দুই জেলাকে আটক করেন ঝালকাঠি মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে সুগন্ধা নদীর দিয়াকুল এলাকা থেকে আমরা দুই ছেলেকে আটক করি। আটককৃতরা হল দিয়াকুল এলাকার মুজিবর আকনের ছেলে রফিকুল আকন (২৪) ও মৃত আলতাফ আকনের ছেলে সাইদুল আকন (২০)। আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতে ঝালকাঠি সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি )এসিল্যান্ড সাইদুজ্জামান স‍্যার, দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন মা ইলিশ সংরক্ষণ অভিযান আমরা প্রতিদিন মোবাইল কোট পরিচালনা করি। আজকের অভিযানে দুই জেলে আটক ও ৮ হাজার মিটার যা জব্দ করি।
জব্দকৃত জাল সুগন্ধা নদীর কিনারায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। আমাদের অভিযান ২রা নভেম্বর পর্যন্ত চলবে। এই সময় কোন জেলে মা ইলিশ শিকার করতে না পারে সেই দিকে সকলের দৃষ্টি দেওয়া উচিত।
আপনার এলাকায় যদি কোথাও মা ইলিশ শিকার করতে দেখেন অনুগ্রহ করে ঝালকাঠি মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *