রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আরডিআরএস
ফেডারেশন কনফারেন্স রুমে গত মঙ্গলবার ৩১ অক্টোকবর’২০২৩ইং দিনব্যাপী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ও কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এবং পুটিং পারসন্স উইথ ডিজএবিলিটিজ এট দ্যা সেন্টার অফ হিউম্যানিটারিয়ান প্রিপায়ের্ডনেস এন্ড রেসপন্স এর কারিগরী সহায়তায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন- হিউম্যানিটারিয়ান টেকনিক্যাল এ্যাডভাইজারী টিম ম্যানেজার অলিভার, ইনক্লুসিভ
হিউম্যানিটারিয়ান একশন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সিনা, সিডিডি’র প্রোগ্রাম ম্যানেজার আবু আল তারেক আহমেদ, ডকুমেন্টেশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার
জাকিয়া আক্তার, কমিউনিটি ফ্যাসিলেটেটর মাহামুদুল হাসান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সহ যাত্রাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল ইউপি সদস্য ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপম্যান্ট (সিডিডি)’র আওতায় বাস্তবায়িত প্রকল্পটিতে অর্থায়ন করেছে দাতা সংস্থার জিএফএফও এবং সিবিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *