জামালপুর প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে জামালপুর জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে মিছিল করেছে যুব-ছাত্রদল নেতৃবৃন্দ। ৬ নভেম্বর সোমবার বিকেলে শহরে এ মিছিলটি বের করে যুবদল নেতৃবৃন্দ।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, হীরা, আমিনুল ইসলাম শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির রহমান রবিন, খন্দকার মেহেদী হাসান রাজন, হাদিউল ইসলাম রাব্বী, লিমন, সহসাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম ও শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সৈকত সালমানসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।