লালমনিরহাট প্রতিনিধিঃ
পুলিশ পেটানো মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোমসেদুল হক খান বুলবুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর আগে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বুলবুলকে সাদা পোশাকে তার উপজেলার ভোটমারী এলাকার বাড়ি থেকে ধরে নিয়ে আসে থানা পুলিশ। পরে আটক বুলবুলকে সন্ধ্যা সাড়ে ৭টা দিকে গেলো দ্বিতীয় দফা অবরোধ চলাকালীন বিএনপি – পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কালিগঞ্জ থানার এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাকুল ইসলাম রাজ্জাক জানান, দুপুরে সাদা পোশাকে পুলিশ এসে বুলবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, গেলো দ্বিতীয় দফা অবরোধের সময় বিএনপির নেতাকর্মী কর্তৃক কালিগঞ্জ থানার এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় আটক বুলবুলকে গ্রেফতার দেখানো হয়েছে।