নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কনফারেন্স কক্ষে ভলান্টারি সার্ভিস ওভারসিস এর আয়োজনে বিভাগের ৮ জেলার সেরা স্বেচ্ছাসেবকগনকে সম্মাননা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবকগনের কার্যক্রমের উপস্থাপনের মাধ্যমে অনলাইনে আবেদনের মাধ্যমে সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়।
এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, ভিএসও বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক যাচাইয়ের বিচারক অধ্যক্ষ এন্তাজুর রহমান, বিচারক তৌহিদুল ইসলাম লিটন।
এ অনুষ্ঠানে জেলা পর্যায়ে ২৪ জন ও বিভাগীয় পর্যায়ে ৫জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক কে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি।
বিভাগীয় পর্যায়ে এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, লালমনিরহাটের জামাল হোসেন, কুড়িগ্রামের রশীদ আলী, নীলফামারীর আব্দুল মোমিন, লালমনিরহাটের শহিদ ইসলাম সুজন, কুড়িগ্রামের আব্দুল কাদের।
এ সময় প্রধান অতিথি বলেন, ৮২শতাংশ মানুষ সরকারি চাকুরির বাহিরে। তাই এই বৃহৎ জনগোষ্ঠীকে কাজে সম্পৃক্ত করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সরকার এখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে।