আল আমিন হাসান ,

জামালপুর সরিষাবাড়ীতে মঙ্গলবার বিকালে এ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগকারী বিএনপি জামায়াত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আলহাজ্ব ডা: মোঃ মুরাদ হাসান এমপির নির্দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত বিক্ষোভ মিছিল টি সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন পুরাতন দলীয় কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন প্লাটফর্মে পথসভা অনুষ্ঠিত হয় ।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম , স্থানীয় এমপি প্রতিনিধি ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা । এসময় হাজার হাজার জনতা উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *