ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত কম্বল চা শ্রমিকদের মাঝে বিতরন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এবং উপজেলা দূর্যোগ ও ত্রান বিভাগের আয়োজনে পাত্রখোলা চা বাগানে ২৫০ জন দরিদ্র চা শ্রমিকদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।
এ উপলক্ষে মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আসিদ আলীর সভাপতিত্বে ও পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক সামসুল ইসলাম সেলিম, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারন সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাব্বির এলাহী, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, আওয়ামী লীগ নেতা বদরুল আলম জেনার, আলমগীর চৌধুরী শাওন।