লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর-৩ আসনে এবার এককভাবে দলীয় প্রার্থী চাচ্ছেন তৃণমূল আওয়ামিলীগ। তারা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমানকে এবার এমপি হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা বিএনপির চলমান নৈরাজ্য ঠেকাতে মতিয়ার রহমানকে নৌকা প্রতীক দেবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে অ্যাডঃ মতিয়ার রহমানকে মনোনয়ন দেয়ার দাবীতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের নেতাকর্মীরা।
এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আর লাঙ্গল ঘাড়ে নিতে চায় না লালমনিরহাট আওয়ামী লীগ। দির্ঘদিন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য না থাকায় তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা থেকেছেন অবহেলিত। এ কারণে ধীরে ধীরে সংগঠনটি দুর্বল হয়ে পড়েছে। এবার সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থী অ্যাড. মতিয়ার রহমানকে লালমনিরহাট-৩ আসনে নৌকার মাঝি হিসেবে দেখতে চান। নেতারা আরও বলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ আশরাফ হোসেন বাদল। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সম্পাদক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশ, সম্পাদক আরিফ ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, লালমনিরহাট ৩ আসনে দীর্ঘ দিন থেকে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচিত হয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *