ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ১৬ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার বিকেল ৩টায় । মৌলভীবাজার সদর যুব সংস্থার উদ্দোগে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখেঅনুষ্ঠিতএ যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো: ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল্লাহ ও মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন আহমদ । অনুষ্ঠানের শুরুতে স্বাগত: বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী টিপু । প্রধান অতিথি উনার বক্তব্যে আইন শৃংখলা পরিস্থিতি তুলে ধরেন । বিশেষ অতিথি মো: ফজলুর রহমান এবার মাছের মেলায় জুয়া ও যাত্রাগানের আসর না বসায় পুলিশ সুপারকে অভিনন্দন জানান । অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী উনার বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর এজেন্ডা মাদক মুক্ত সমাজ ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা । তিনি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীর উপর গুরুত্বারোপ করেন এবং উনার মোবাইল নাম্বার দিয়ে বলেন, যেখানে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা এবং মাদকসেবন হবে সে তথ্য জানানোর জন্য । এই ধরনের সমাবেশ আয়োজন করার জন্ অতিথিবৃন্দ সদর উপজেলা যুব সংস্থাকে অভিনন্দন জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন