ঝালকাঠি প্রতিনিধি :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপি’র ২ নেতাকে অব্যাহতি প্রদান করেছে ঝালকাঠি জেলা বিএনপি। অব্যাহতি প্রাপ্তরা হলেন রাজাপুর উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত হোসেন সেলিম এবং মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সামছুল আলম মানিক। ৩ ডিসেম্বর রবিবার
ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেন। ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি গণ মাধ্যমে প্রেরন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের মাধ্যমে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। খোজ নিয়ে জানা গেছে রাজাপুর উপজেলা বিএনপি’র মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল আলম মানিক ফেইসবুক লাইভে শাহজাহান ওমরের পক্ষে নৌকার নির্বাচন করার কথা বলেছেন এবং যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত হোসেন সেলিম শাহজাহান ওমরের সাথে নির্বাচনী বাছাই কার্যক্রমে থাকা সহ নির্বাচনে পাশে থাকায় তাদের বিরুদ্ধে জেলা বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অব্যাহতি প্রদানে ঝালকাঠি জেলায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যাম সহ নানা ভাবে উচ্ছ্বসিত মনোভাব প্রকাশ করছে।