ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ধলডাঙ্গা সীমান্তে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে মোবাইল ফোন আনার সময় ধলডাঙ্গা বিজিবি কর্তৃক দুই যুবককে আটক করা হয়।
জানাগেছে ৬ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ৯.১৫ ঘটিকার সময় ভুরুঙ্গামারী উপজেলার তিলাই মৌজার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মোবাইল ফোন আনার সময় কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের আওতাধীন ধলডাঙ্গা বিওপির সুবেদার মোজাম্মেল হকের নেতৃত্বে টহলরত বিজিবি জওয়ানরা ৪টি ভারতীয় এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ ২ যুবককে আটক করে। আটককৃতরা হল ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ মোমিন হোসেন(২৫) ও আহাম্মদ আলীর পুত্র মোঃ বাবুল ইসলাম(২৪)। এ সময় ভারত থেকে আনা ৩০ হাজার টাকা মুল্যের একটি গুগল পিক্সেল-৬ প্রো,৪০হাজার টাকা মুল্যের একটি অপ্পো-এ ১৭ ,৫০ হাজার টাকা মুল্যের ওয়ান প্লাস নর্ড এন-১০ ও ২০ হাজার টাকা মুল্যের একটি রেড মি নোট-১০ এন্ড্রোয়েড মোবাইল এবং চোরাচালানের সময় যাতায়াতের কাজে ব্যবহৃত একটি পুরাতন হোন্ডা লিভো-১১০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়। পরে ধলডাঙ্গা বিওপির সুবেদার মোজাম্মেল হক বাদী হয়ে দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি(১)(বি) ধারায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় মোবাইল বাংলাদেশে আনার অপরাধে মামলা দায়ের করেন। মামলা নং ০৭,জিআর ২৭৩/২৩ তারিখ ৬.১২.২০২৩। ভুরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল চোরাচালানের সময় বিজিবির হাতে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।