ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে, ঠাকুরগাঁও জেলা পুলিশের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অনুষ্ঠানের উদ্বোধক পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) ও প্রতিযোগিতার আহবায়ক মো: আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকারসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সদস্য ও অংশগ্রহনকারী ৬টি টিমের খেলোয়াড়, কোচ ও শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলা ও পৌরসভাসহ ৬টি টিমসহ (বালক-বালিকা) উভয় মিলে ১২টি টিম অংশ নেয়। উদ্বোধনী দিনে নক আউট পর্বের খেলায় ঠাকুরগাঁও সদর উপজেলা (বালক-বালিকা) টিম প্রতিদ্বন্দিতা করে রানীশংকৈল উপজেলা টিমের সাথে। অপর খেলায় পীরগঞ্জ উপজেলা টিম (বালক-বালিকা) প্রতিদ্বন্দিতা করে হরিপুর উপজেলা টিমের সাথে। বালিয়াডাঙ্গী উপজেলা টিম (বালক-বালিকা) তুমুলভাবে প্রতিদ্বন্দিতা করে ঠাকুরগাঁও পৌরসভা টিমের সাথে। আগামী ১৬ ডিসেম্বর প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।