কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ৪টি সংসদীয় আসনে মােট ৫ জন প্রার্থী মনােনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়ে আওয়ামীলীগ এ দুটি আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করে নেন।
কুড়িগ্রাম-১আসন মনােনয়ন প্রত্যাহার করেন আওয়ামীলীগের আছলাম হােসেন সওদাগর
কুড়িগ্রাম-২ আসন মনােনয়ন প্রত্যাহার করেন আওয়ামীলীগের জাফর আলী।
কুড়িগ্রাম-৩ আসন প্রত্যাহার করেন জাকের পার্টির সাহেব মিয়া।
কুড়িগ্রাম-৪ আসন থেকে মনােনয়নপত্র প্রত্যাহার করেন স্বতন্ত্র আবু হানিফ এবং জাকের পার্টি
শাহ আলম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইদুল আরীফ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।