ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে আগুন লেগে ৫টি ঘর পুড়ে গেছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের সিকদার পাড়ার বাসিন্দা সাইফুর রহমানের একটি ঘরে আগুন লাগে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সাইফুর রহমানের ৩টি ও তার ভাই আব্দুর রহিমের ২টি ঘর পুড়ে যায়। এসময় ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও ২০ মণ ধানসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুনে পুড়ে ক্ষতির শিকার আব্দুর রহিম বলেন, ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে আমাদের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুর আলম বলেন, আগুন লাগার বিষয়টি জেনেছি। প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।