লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাক চাপায় পিষ্ট হয়ে মা ও শিশু ছেলের মৃত্যু হয়েছে এবং বাবা
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মা রিনা বেগম (২৫) কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান (২) মনিরের একমাত্র সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার
রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতিবান্ধা থেকে মটরবাইকে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। এসময় মা রিনা বেগম শিশু ছেলেসহ ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনা স্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।