নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে মলানী থেকে আখানগর পর্যন্ত রাস্তা পাকাকরণে চুক্তি স্বাক্ষরিত হয়।
শনিবার (৩১ ডিসেম্বর) ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গোবিন্দ নগর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে (প্রাক্কলিত মুল্য : ২২,৯৫,৩৯,৭৪৪.০০/
চুক্তিমুল্য: ১৮,৯৯,৭৯,৯৬০,৮৮১/
ঠাকুরগাঁও সদর উপজেলার মলানী হাট থেকে রুহিয়া রামনাথ হয়ে আখানগর ইউপি পর্যন্ত প্রায় ১২কিলোমিটার রাস্তার পাকাকরণ (উন্নতি করণ)
প্রকল্পের চুক্তি স্বাক্ষর করা হয়।
উক্ত প্রকল্পের কাজ নওগাঁর মেইন রোডে স্থাপিত জুয়ের ইলেকট্রনিক্স, মোজাফফর বিপনি বিতান এর ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পন্ন করবেন বলে জানান ঠাকুরগাঁও এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস।
এ মর্মে এলজিইডি পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস ও ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মোঃ সাজেদুল আলম।

এসময় ঠাকুরগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *