photo

কামরুল ইসলাম হৃদয়,চট্টগ্রাম অফিস:: চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন। গতকাল শনিবার নগরীর ৩৯নং ওয়ার্ডের নেভী হাসপাতাল গেইট সংলগ্ন নুর ছপি মিয়ার কলোনীতে আনুমানিক রাত ১২ ঘটিকার সময় এই নির্মম হত্যাকান্ডটি ঘটে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী স্বামী-স্ত্রী উভয়েই গার্মেন্টস শ্রমিক বিয়ের বয়স ১০ মাস না হতেই স্বামী মোঃ বেলাল হোসেন বিদ্যুৎ সরকার (২৫) ও স্ত্রী মোছাঃ শান্তনা বেগম (২০) এর মধ্যে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ হয়ে আসছে কিন্তু গতকাল তাদের ঝগড়া-বিবাদ সীমাহীন পর্যায়ে চলে যায়। ঝগড়া-বিবাদের এক পর্যায়ে স্বামী মোঃ বেলাল হোসেন বিদ্যুৎ সরকার রাগের বশবর্তী হয়ে স্ত্রী মোছাঃ শান্তনা বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পরে স্বামী বাহিরে থেকে দরজায় তালা ঝুলিয়ে খুব সুকৌশলে এলাকাবাসীর চোখ ফাকি দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী বুঝে ওঠার পরপরই ইপিজেড থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইপিজেড থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা লাশটিকে উদ্বার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশটিকে এখন ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)’র হিমাগারে রাখা হয়েছে। এ ব্যাপারে ইপিজেড থানার অফিসার ইনচার্জ আবুল বাসারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন