লালমনিরহাট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩টি আসনেই নৌকার নিরঙ্কুশ বিজয় হয়েছে।

লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) মোতাহার হোসেন বিজয়ী হয়েছেন। এ আসনে ১৩০টি ভোটকেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে মোতাহার হোসেন ৯০,০৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে প্রার্থী আতাউর রহমান প্রধান পেয়েছেন ৭৪,১৫৪ ভোট। এছাড়া এ আসনে হাবিব মোঃ ফারুক ভোট পেয়েছেন ৩৬৭ টি । এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭৬,১২২। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩১টি। তবে একটি কেন্দ্রে স্থগিত করা হয়েছে ।

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ঘোষিত ফলাফলে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক প্রার্থী চেয়ে ৪৬ হাজার ৯৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মোট ১৪৪টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১৪০টি কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে নৌকা প্রতীকের সমাজকলমন্ত্রী নুরুজ্জামান আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ২৪০ভোট। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক প্রতীকের পেয়েছেন ৫০হাজার ৫০০ভোট। মোট ভোটার ছিল ৪ লাখ ২ হাজার ৩৪ জন। এ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী ছিলেন ৭জন।

লালমনিরহাট ৩ (সদর) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. মতিয়ার রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ঘোষিত ফলাফলে তিনি ৭৬,৪০১ ভোট পেয়েছেন।
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর পেয়েছেন ১২, ৮০৮ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) জাহিদ হাসান লিমন পেয়েছেন ১০,৩৪৫ ভোট। ভোটের অনেক ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রার্থী এ্যাড. মতিয়ার রহমান। এই আসনে মোট ভোটার ২লাখ ৮৫ হাজার ৫৭২জন। মোট ভোট কেন্দ্র ছিলো ৮৯টি এবং প্রাপ্ত ফলাফল ঘোষণা ৮৯টি।

লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, নির্বাচন কমিশন এই নির্বাচনে সন্তুষ্ট। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে বলে তিনি দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *