ফারহানা আক্তার , জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট দুই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের এ্যাডভোকেট সামছুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট ১ এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৪ শ ২৭। মোট কেন্দ্র ১৫১ টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এ্যাডভোকেট সামছুল আলম দুদু। তার প্রাপ্ত ভোট ৯৬ হাজার ০১ ভোট।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন কাঁচি প্রতীকের ৪৭ হাজার ৭৭৬ ভোট। জয়পুরহাট-২ এ আসনে মোট ভোটার আসনে ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। মোট কেন্দ্র ১০৩টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভোট ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২৫৪১ভোট।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *