ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আগামী বুধবার ১৭ জানুয়ারী/২০২৪ ইং বাংলা ১৪৩০ সালের ৩ মাঘ ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় কাদেরিয়া তরিকার পীরানে পীর শাহ সুফি সৈয়দ কাইমুদ্দিন মুন্সী পীর সাহেবের মাজার প্রাঙ্গনে বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে। উক্ত ওরস মোবারকে দেশ-বিদেশ থেকে শাহ সুফি কাইমুদ্দিন মুন্সী পীর সাহেবের ভক্ত আশেকান ও তরিকার লোকজন স্বতঃফুর্তভাবে অংশ গ্রহন করবেন। পরে রাত ব্যাপী বাউল শিল্পীদের নিয়ে হালকায়ে জিকির ও ছামা গানের আসর অনুষ্ঠিত হবে। সকল তরিকাপন্থী ভক্ত আশেকান,জাকেরান ও সাধকদের ওরস মোবারকে উপস্থিত হয়ে ফায়েজ হাসিলের আহবান জানিয়েছেন পীরানে পীর শাহ সুফি কাইমুদ্দিন মুন্সী সাহেবের একমাত্র পীরজাদা শাহ সুফি সৈয়দ তৌহিদুল আলম। ওরস মোবারকে কারও কোন দান দক্ষিণা,মানত দিতে চাইলে ০১৭৪০৪৭১৫৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন শাহ সুফি সৈয়দ কাইমুদ্দিন মুন্সী পীর সাহেবের মাজারের বাৎসরিক ওরস পরিচালনা কমিটি।