লালমনিরহাট প্রতিনিধি
শেখ মুজিবুর রহমান এভিয়েশন এ্যান্ড অ্যারোস্প্রেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ক্যাম্পাস এর আয়োজনে ‘ডেভেলপিং স্মার্ট এভিয়েশন ইন বাংলাদেশ ; চ্যালেঞ্জেস এ্যান্ড অপার্চুনিটিসেস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিমান শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে একটি বিস্তৃত অন্তদৃষ্টি প্রদান, প্রযুক্তিগত অগ্রগতি, চ্যালেঞ্জ এবং বৃদ্ধির সুযোগের উপর এভিয়েশন এ্যান্ড অ্যারোস্প্রেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি নিবন্ধ করার উদ্দেশ্যে ওই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। সেমিনারে স্মার্ট এভিয়েশন সেক্টরে ডিজিটালাইজেশন কানেক্টিভিটি এবং সম্ভাব্য ক্যারিয়ারের সুযোগের উপর জোর দেওয়ার জন্য একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্কাই ক্যাপিটাল এয়ার লাইন্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইং কমান্ডার জে এম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে শিক্ষার্থী ও অনুষদ সদস্য সহ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।