ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ মধ্য পারপুগী এলাকায় পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মো: জেনারুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে সদর থানার এসআই (নি:) মো: এহসানুল কবির ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়, ওই দিন সদর উপজেলার শীবগঞ্জ মধ্য পারপূগী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই মো: এহসানুল কবিরের নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হরিপুর উপজেলার বনগাঁও তসিরপাড়া গ্রামের মো: ফরিজ উদ্দীনের ছেলে মো: জেনারুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মামলার অপর আসামী হরিপুর উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত তসির মৌলভীর ছেলে মো: শহিদুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। ওই দিনই গ্রেফতারকৃত জেনারুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন