ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে আবু সুফিয়ান (৫২) নামের এক ব্যক্তির বাড়ী ঘরে দার্জ্য পদার্থ দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরের সদর উপজেলার পাটারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুফিয়ান ঐ গ্রামের মৃত আনছার আলী মন্ডলের পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী সুফিয়ান ৪ জনের নাম উল্লেখ করে জয়পুরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
তারা হলেন, উপজেলার পাটারপাড়া গ্রামের আনচার আলী মন্ডলের পুত্র মোঃ সুলতান আলম (৬৫) একই গ্রামের সুলতান আলমের পুত্র মোঃ খাদেমুল ইসলাম (২৬), শাহাজান আলী মন্ডলের পুত্র মোঃ রুহুল পারভেজ (৩৫), রুহুল আমিনের স্ত্রী মোছাঃ লাকী (২৭)।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, ঘটনার দিন দুপুরে তারা স্বামী স্ত্রী বাজারে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর তার ভাতিজা মোঃ মেহেদী
হাসান সোহাগ ফোনে জানান তার বাড়ীতে আগুন লেগেছে। তারা দ্রত বাড়ীতে এসে দেখেন বাড়ীতে আগুন জ্বলছে এবং বাড়ীর
ব্যবহারের সকল জিনিসপত্র সিলভার, এলোমুনিয়াম, প্লেট, গ্লাস, সব পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এবিষয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ পরিচালক বলেন , সুফিয়ান বাড়িতে আগুন লাগছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিবানো হয়।
জয়পুরহাট সদর থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি তদন্তর সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।