রফিকুল হায়দার, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম। :
কুড়িগ্রাম সদরে বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলার এম.এ সাত্তার স্কুল প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এম.এ সাত্তার স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌরসভার ৫নং কাউন্সিলর আল হারুনুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এম.এ সাত্তার স্কুলের সহকারী শিক্ষক নুরুন্নবী সরদার, সুলতান আলী, শফিকুল ইসলাম, মোর্শেদা খাতুন, আখতারা সরকার, রেজিকা বেগম ও ব্যবসায়ীদের মধ্যে নুর আলম সহ আরো অনেকেই।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও মিনহাজুল ইসলাম।
উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।