নিজস্ব সংবাদাতা ۔۔۔
আগামী ১০ই মার্চ ২০২৪ রবিবার ভারবর্ষের বাংলা প্রধান রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতার বুকে আন্তর্জাতিক মানের এক সাহিত্য অনুষ্ঠান হতে চলেছে | আয়োজক সংহতি সাহিত্য পরিবার | সংহতি পরিবার আয়োজিত প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় সংখ্যা পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল সভাঘরে সংগঠিত হবে | এই অনুষ্ঠানের মূল রূপকার সম্পাদক বিন্দাস ভার্গব মহাশয় | এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন খ্যাতনামা সমাজ তত্ববিদ মাননীয় ড: কৌশিক চট্টোপাধ্যায় , বিশিষ্ট বাচিক শিল্পী মাননীয়া মৌ পাঠক সিংহ , বিশিষ্ট সম্পাদক ডালিয়া মুখার্জি ও সভার সভাপতিত্ব করবেন সাহিত্যের বটবৃক্ষ মাননীয় সাহিত্যিক কবি অজয় চক্রবর্ত্তী | এই মঞ্চ তারা শুভরাংশু ভাদুড়ির নামে অর্পণ করবেন বলে জানিয়েছেন | প্রতি বৎসরের ন্যায় এই মঞ্চে বিশেষ ছয় জন সম্পাদক ও ছয় জন গুণীজনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন পরিবার প্রতিনিধি |