কলমে :-বিন্দাস ভার্গব
জন্ম নিলে মৃত্যু হবে
এই তো চরম সত্য,
কোথায় কখন মৃত্যু হবে
কে জানে সেই তত্ত্ব?
কোন কবরে থাকবো আমি
কেমন সেই বিছানা?
ভবের মায়ায় আশিক হয়ে
সেই খবর নেই জানা।
নানান নেশায় মত্ত থেকে
সময় যায় ফুরিয়ে,
কারোর দিকে নেইতো খেয়াল
নিজের টা কুড়িয়ে।
মৃত্যুর পর পাশে বসে
কে-বা পড়বে কোরান?
কবর ঘরে সুখের জন্য
কে করবে দান?
কে করাবে গোসল আমায়
কে পড়াবে কাফন?
কাদের চোখের জলে ভেসে
হবে আমার দাফন?
কাদের কাঁধে সওয়ার হয়ে
কবরে তে যাবো?
কার প্রার্থনা কবুল হলে
খোদার ক্ষমা পাবো?
ভবের মায়া এমন ছলা
ভুলায় পথের দিশা,
বিধির বিধান ভুলে আমরা
কুড়াই ভাঙা শিশা।