শৈলকুপা প্রতিনিধি :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে কুপিয়ে যখম করেছে দলীয় প্রতিপক্ষরা।
এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকেলেয় শৈলকুপা শহরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ রেজা মন্নু ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে আরিফ রেজা মন্নুর সমর্থক পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুল কালামকে কুপিয়ে আহত করে পৌর মেয়রের ক্যাডাররা।
আহতদের উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় উভয় গ্র“পের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।
সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাদের ছোড়া ইটের আঘাতে শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান হাজরা ও এসআই আল মাহমুদ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫ রাউন্ড শর্টগান ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু জানায়, তার কর্মী রেজাউল ও আবু কালামের উপর পৌর মেয়র কাজী আশরাফুল আজমের ক্যাডার মুকুল, জাহাঙ্গীর, সেজান, মিলন, আজাদ, তরুন, নাহিদসহ বেশ কয়েকজন হামলা করে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে কুপিয়ে যখম করেছে দলীয় প্রতিপক্ষরা। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় উভয় গ্র“পের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৫ রাউন্ড শর্টগান ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষকারীদের ইটের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
এছাড়াও তিনি আরো জানান, মেয়রের কর্মী সমর্থকরা ঢাল, ফালা, সড়কি ও রামদাসহ দেশীয় তৈরী অস্ত্র সস্ত্র নিয়ে পৌর ভবনে অবস্থান করছে। এমন সংবাদে ঝিনাইদহের সিনিয়র এএসপি (সদর সার্কেল) শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে সেখানে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ঢাল, ফালা, সড়কি ও রামদাসহ দেশীয় তৈরী অস্ত্র সস্ত্র উদ্ধার করে। এসময় পুলিশ ৫ জনকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *