ফারুক আহমেদ,কলকাতা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশি লেখক আবু সাঈদকে কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। ১৯ মে রবিবার সন্ধ্যায় কলকাতার ICMACARD-এর ‘নবীন’ সেমিনার হলে এই পুরস্কার দেওয়া হয়। সাবেক সাংসদ ও জনপ্রিয় লেখক ডক্টর মঈনুল হাসান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর কুমারেশ চক্রবর্তী, কবি এমাদুল হক নুর, চিকিৎসক পার্থসারথি মুখার্জি, নজরুল পরিবারের সদস্য ও সঙ্গীতজ্ঞ নুপুর কাজী, লেখক আরফান আলী বিশ্বাস, প্রাবন্ধিক সোহেল প্রমুখ। বন্দোপাধ্যায় এবং উদর আকাশ পত্রিকা ও প্রকাশনার সম্পাদক ফারুক আহমেদ আবু সাঈদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কারের অর্থ তুলে দেন।

উদ্ধৃতি পাঠ করেন প্রফেসর ড.মোঃ আসিফ ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং নজরুল অনুরাগীরা। ১৯ মে ভাষা দিবসে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আলোচকরা বক্তব্য রাখেন। নজরুলের কবিতা আবৃত্তি, গান-বাজনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুন্দর সংগীত পরিবেশন করেন ছায়ানটের (কলকাতা) সভাপতি ও নজরুল সঙ্গীতশিল্পী সোমরিতা মল্লিক ও শামসাদ বেগম। নজরুলের কবিতা আবৃত্তি করেন সুব্রত ঘোষ রায়, অরণ্য স্পন্দন ভাদুরা, তিস্তা দে, ইন্দ্রাণী লাহিড়ী, সুকন্যা রায়, দেবযানী বিশ্বাস, মনিরুল ইসলাম প্রমুখ। কবি মুজতবা আল মামুন, আলমগীর রহমান, প্রবীর ঘোষ রায়, সামিমা মল্লিক, লিটন রাকিব, মো: হাসানুজ্জামান, জাকির হোসেন, শাহজাহান সাজু ও আরফিনা তাদের স্বরচিত কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদর আকাশ সম্পাদক-কবি ও গবেষক কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারুক আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *