বিশেষ প্রতিনিধঃ চট্রগ্রাম থেকে
আকবরশাহ থানা এলাকায় বিহারী কলোনীতে মাদক ব্যবসায়ীরা অর্তকিত ভাবে জাহাঙ্গীর আলম শুভ নামে এক সাংবাদিককে আহত করেছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় এঘটনা ঘটে। জানাগেছে, জাহাঙ্গীর আলম শুভ মোহনা টেলিভিশনে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত সংবাদ মোহনা পত্রিকায় কর্মরত রয়েছেন। প্রত্যেক্ষদর্শীরা জানান, সকালে জাহাঙ্গীর নামে সাংবাদিক রিপোর্ট সংগ্রহ করতে আসে এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে তার উপর হামলা করে এলাকার মাদক ব্যবসায়ীরা। এদিকে আহত জাহাঙ্গীর বলেন, আমি সকালে ঐ এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর হামলা করে মাদক ব্যবসায়ীরা এবং যারা হামলা করে তারা হলেন মোঃ সুমন ওরফে লম্বা সুমন, মমতাজ ,জাফর সহ আর অনেকে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। এব্যাপারে আকবরশাহ থানার ওসি আলমগীর বলেন, ঘটনাটি আমাকে অবগত করেছেন , সাংবাদিক জাহাঙ্গীর সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।