শফিকুল ইসলাম শফি স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে বুড়ির ছড়ার মাঠেরপাড় এলাকার বন্ধু মহলের সহযোগীতায়, বেষ্ট কেয়ার এগ্রো বিডির উদ্যোগে, নেওয়াশী বুড়ির ছড়া বিলে তিনদিন ব্যাপি ঐতিহ্যবাহী তিন কলাগাছের ভেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে ছাগল ও টিভি পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বেষ্ট কেয়ার এগ্রোর প্রতিষ্ঠাতা পরিচালক মশিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহাফুজার রহমান মুকুল নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাবতার ফেরিওয়ালা নিজাম উদ্দিন, ইউপি সদস্য শাহাজালাল, উপস্থাপনায় জাহাঙ্গীর আলম প্রমুখ। ঐতিহ্যবাহী এই ভেলা প্রতিযোগীতা দেখার জন্য দুর দুরান্ত থেকে ছুটে এসেছে হাজার হাজার র্দশক শ্রতা। প্রতিবছরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানান খেলা কর্তৃপক্ষ।