ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারীতে আমার গ্রাম-আমার শহর (পাথরডুবী গ্রামে নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা অুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমার গ্রাম-আমার শহর: পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা ডঃ কাজী আনোয়ারুল হক। বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক আবুল মনজুর মোঃ সাদেক, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।