ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে কোটা সংস্কারের দাবিতে ও সারা দেশে আন্দোলণকারীদের উপর হামলা ও শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ বিক্ষোভ মিছিলটি ভূরুঙ্গামারী সরকারী কলেজ মোড় থেকে বের হয়ে জামতলা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জামতলা মোড়ে মিলিত হয়।
পরে ভূরুঙ্গামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে বলেন, আমরা মুক্তিযোদ্দাদের বিরুদ্ধে নয়, ভূয়া মুক্তিযোদ্ধা ও কোটা বৈষম্যর বিরুদ্ধে। বিক্ষোভকারীরা জামতলা মোড়ে বসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’,‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই’,আমার বোন মরলো কেন? জবাব চাই, জবাব চাই’শ্লোগান তোলেন। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ সহ সারা দেশে নিহতের ঘটনায় শিক্ষার্থীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরো বলেন, ‘একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা মধ্য যুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের চলমান আন্দোলন মেনে কোটা প্রথার সংস্কারের দাবি জানান। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যায়নরত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।