ঢাকা অফিস

যুগপৎ-মহাজোটের মত জাতীয় ঐক্যও প্রতারণার ফাঁদ বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবিতে ২৮ জুলাই সকাল ১০ টায় তোপখানা রোড, কাকরাইল ও বেইলী রোডসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশে সাধারণ মানুষের জীবনের কোন দাম নেই এখন। দাম কেবল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের-খাদ্যের-ঔষধের। তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য একের পর এক ইস্যু পরিবর্তনের রাজনীতিতে মেতে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে থাকা একটি ষড়যন্ত্রকারী মহল। বেনজীরকে বাঁচাতে মতিউর, আর মতিউরকে বাঁচাতে আবেদ আলী, আবেদ আলীকে ঢাকতে পানি জাহাঙ্গীর আর করিডর ইস্যু ঢাকতে কোটা ইস্যু সৃষ্টি যারা করেছে, তারাই এখন গ্রেফতার ইস্যু দিয়ে ঢাকছে কোটার মত একটি বিশ^ব্যাপী আলোচিত-সমালোচিত ইস্যুকে। এসময় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য গাজী মনসুর শেখ লিজা প্রমুখ। নতুনধারার নেতৃবৃন্দ এসময় জাতীয় ঐক্য গড়ার প্রকল্প বাদ দিয়ে দেশ ও জনগণের কথা ভেবে দ্রব্যমূল্য বৃদ্ধিও প্রতিবাদে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *