oplus_0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের উপর নির্মিত সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে মাঝারি ও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্রিজের স্টিলের পাটতন ভেঙে গিয়ে একটি ট্রাক আটকা পড়ে। এতে ব্রিজের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোনাহাট স্থলবন্দর সহ উপজেলার কর্মব্যস্ত মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। ব্রিজ দিয়ে যাতায়াত করতে না পেরে প্রয়োজনের তাগিদে অনেককে নৌকা দিয়ে নদী পাড় হতে দেখা যায়।
পথচারীরা জানান, একটি বালু বোঝাই ড্রাম ট্রাক ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজের পাটাতন ভেঙে আটকা পড়ে। এসময় ব্রিজ দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ ঘন্টা পড়ে ট্রাকটিকে সেখান থেকে সড়িয়ে নেয়া হয়। ব্রিজ দিয়ে ছোট যান চলাচল করলেও মাঝারি ও ভারী যান চলাচল বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ব্রিজের পাটাতন ভেঙে যানবাহন চলাচল সময়িক বন্ধ হয়ে যায়। মেরামতের কাজ চলছে। দ্রুতই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন