ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সাবেক জজ আদালতের কর্মচারী সবীব দত্তের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা জজ আদালতের সাবেক কর্মচারী সবীব দত্ত লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ঠাকুরগাঁওয়ে কর্মরত ছিলাম। ২০০৮ সালে তৎকালীন ঠাকুরগাঁও জেলা জজ রুহুল আমিন খন্দকার (বর্তমানে চাকুরীচ্যুত) অজ্ঞাত কারনে আমাকে বান্দরবান পার্বত্য জেলা জজ আদালতে বদলী করেন। সেখানেই ২০২২ অবধি চাকুরীরত ছিলাম। ২০১৮ সালে পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ হিসাবে লা মং (বর্তমানে অবসরপ্রাপ্ত) কর্মরত ছিলেন। এ সময় বান্দরবান বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন পদে প্রায় ৩০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এতে বিশেষ কারনে নাজির, ডেসপাস সহকারী ও স্টেনোগ্রাফার এই ৩ পদে নিয়োগ দেওয়া হয়নি। ওই অবস্থায় উল্লেখিত ৩টি পদে নিয়োগ না দেওয়ার কারনে তৎকালীন বান্দরবানের সাবেক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন ২০১৯ সালের ২২ মার্চ বান্দরবান আইনজীবী ভবনে তৎকালীন জেলা ও দায়রা জজ লা মং এর অবসরজনিত বিদায় অকথ্য ভাষায় কটাক্ষ করে অপমানমূলক বক্তব্য দিলে আমি প্রতিবাদ করি। অনুষ্ঠান শেষে বিচারক মো আজিজুল হক এবং বান্দবারের সাবেক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আমাকে গালিগালাজ করেন এবং পরবর্তীতে আমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে শত্রুতা বশত: ক্ষমতার প্রভাব খাটিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমিসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা হয়রানী ও ষড়যন্ত্র প্রতিহিংস্যা মূূলক মামলা দেন। বিনা অপরাধে ১৩ মাস কারাবন্দি রাখা হয় আমাকে। গ্রেফতারের প্রায় ১৭ ঘন্টা পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও দায়ের করা হয়। সে সময় আমাকে ৭ দিনের রিমান্ড দেন। এ সময় আমার উপর অমানবিক নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেওয়ার চেষ্টা করা হয়। ওই সময়ের দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে আমার বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে এবং নথি চুরির মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়ের নিকট সবিনয় আকুল আবেদন করছি। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।