লালমনিরহাট প্রতিনিধি
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সৃষ্ট গণঅভ্যুত্থানের ফলে পদত্যাগ করে দেশ ত্যাগ করে চলে যান শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে চলে যান।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি সোমবার ওই স্থলবন্দর দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেন এবং ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

বিষয়টি মঙ্গলবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বুড়িমারী ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

তিনি যখন বাংলাদেশে প্রবেশ করেন সে সময় তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হন লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) মেহেদী হাসান, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আহসান হাবীব সরকার পলাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *