স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, আয়কে ব্যাপকভাবে প্রভাবিত করেছে যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের বেকারত্ব সৃষ্টি করেছে। গবেষণা ভিত্তিক উন্নয়ন সংস্থা লিডার্স, গবেষণা এবং তথ্য প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের চেষ্টা করে যাচ্ছে। উপক‚লীয় এলাকার স্থানীয় সমস্যা নিয়ে গবেষণা পরিচালনার জন্য গবেষকদের বৃত্তি প্রদান যার মধ্যে অন্যতম ।
এরই ধারাবাহিকতায়, আজ ২৪শে আগস্ট, ২০২৪ তারিখে লিডার্স এর ক্লাইমেট এ্যান্ড এডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার গবেষকদের বৃত্তি প্রদান করেছে। লিডার্স এর আঞ্চলিক অফিসে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জনাব কৌশিক রায় এবং জ্ঞান ও গবেষণা ব্যবস্থাপক ফারজানা ইসলাম। তারা উপক‚লীয় সমস্যা সমূহের উপর গুরুত্বারোপ করেন এবং গবেষণার প্রাসঙ্গিকতা উল্লেখ করেন। গবেষকগণ তাদের গবেষণা কার্যক্রমের মাধ্যমে উপক‚লীয় সংকট নিরসনে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে লিডার্সকে তুলে ধরতে উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
গবেষক দলে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসমাত জাহান, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মেহরাব হোসেন, সুলতানা জাহান, সুতপা দে শর্মী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের মো: আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে সাইফ খান সানি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাব্বির হোসেন। তারা স্থানীয় জনগণের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব, লিঙ্গভিত্তিক সহিংসতা নিরুপণ ও সহনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে পেশাগত পরিবর্তন এবং কয়রা উপজেলায় অভিযোজন কৌশল, জনগণের স্থান চ্যুতি, স্খানীয় উপায়ে অভিযোজন এবং নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, এবং টেকসই পানি ব্যবস্থাপনার নিমিত্তে ভূগর্ভস্থ পানির গুণাগুণ গবেষণা নিয়ে কাজ করবেন।
গবেষক জনাব সাইফ খান সানি জানান, “উপক‚লের মানুষ দীর্ঘদিন যাবৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার। তাদের জীবনযাত্রা বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে যেখানে তাদের কোনো হাত নেই। আমরা গবেষণা কাজের মাধ্যমে এরকম দুর্গম অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি যা তাদের অবস্থার উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করবে।” এ পর্যায়ে গবেষকগণ মত বিনিময় করেন এবং লিডার্স এর প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।