রফিকুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ এর পদত্যাগ ও আল-হামিম গ্রুপে জমাকৃত টাকা ফেরতের দাবিতে কুড়িগ্রামে ২৭ আগস্ট মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে কুড়িগ্রাম টু চিলমারী সড়কে দুই ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে থেকে প্রায় ৫ শতাধিক মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। এ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আল-হামিম গ্রুপের সদস্যরা তাদের জমাকৃত প্রায় ৫ কোটি টাকা ফেরত প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। সেই সাথে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিয়া সাঈদ এর নানা অনিয়ম দুর্নীতির বিষয়টি তুলে ধরে সাধারণ জনগণ ২৪ ঘন্টা সময় দিয়ে তার পদত্যাগ দাবি করে। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাশেদ মিয়া, সাদ্দাম হোসেন, জিয়াউর রহমান জিয়া, শাহজাহান , বাবু মিয়া ও জুয়েল রানা প্রমুখ