মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ৩
রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল লেহেম্বায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। রবিবার দুপুরে এ ঘটনায় ৪ জনকে গুরুত্বর আহত অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার বেগতিক দেখে লেহেম্বা গ্রামের প্রধানের ছেলে নিহারু (৪৫)কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রবিবার দিবাগত রাতে মারা যায়। একই গ্রামের খরেশের ছেলে হিরত (৪৫), উতুলের ছেলে গয়াস(৩৫) ও ইউসুফের ছেলে বাসেদ (৪০) চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সুত্রমতে, উপজেলার লেহেম্বা গ্রামে কুলিক নদীর মনিতে বিষ প্রয়োগে দুস্কৃতিকারীরা মাছ মেরে ফেলে। খবর পেয়ে এলাকার লোকজন রবিবার দুপুরে নদীতে মাছ ধরতে যায়। ঘটনায় বিবাদীগণ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনায় নিহত ও আহতের ঘটনা ঘটে। এতে লেহেম্বা গ্রামের পঞ্চানন’র ছেলে মহেন্দ্র নাথ চিহারু বাদি হয়ে টেংরিয়া দিলগাও গ্রামের ফইজুল হকের ছেলে সাইফুল(৩২), লিটন(৩৫), রফিকুল(৩৩), সফিকুল(৩২) সহ ৭ জনকে বিবাদী করে ঘটনার দিন রাতে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং ১৮ তারিখ ২৬/০২/২০১৭ইং।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।