কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ছক্কুর অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগে পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাপ্পু মিয়া, রাজু যোদ্ধার, ইশার হাজী, ফারুক আহমেদ, সৈয়দ জামান মাষ্টার, শাহিন আলম সরকার। বক্তারা বলেন, শেখ হাসিনা ত্যাগের পর থেকে ইউনিয়ন পরিষদে আসেন না চেয়ারম্যান হুমায়ূন করিব ছক্কু। এতে আমরা চরম ভোগান্তিতে পড়ছি। কোনো গুরুত্বপূর্ণ কাগজে স্বাক্ষর লাগলে তাকে খুঁজেও পাওয়া যায় না। শুধু এসবই নয়, আওয়ামী সরকারের আমলে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকার ক্ষমতায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও এলাকায় দুঃশাসন কায়েম করেছে তিনি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে নিয়োগ বাণিজ্য করেছেন। তার এমন কাজে আমরা গোটা ইউনিয়নবাসী নির্যাতিত ও অবহেলিত। তাঁর অনিয়ম, দুর্নীতির কারণে কোদালকাটিবাসী সব ধরণের সুবিধা থেকে বঞ্চিত। উন্নয়নের দিক থেকে পাঁচ বছর পিছিয়ে গেছে ইউনিয়ন। তাঁর এসব অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের কারণে পদত্যাগ দাবি করেছেন এলাকাবাসী। রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, ‘আমি যতগুলো সরকারি বরাদ্দ পেয়েছি, সব সুষ্ঠুভাবে দিয়েছি। আামার অপরাধ, আমি আওয়ামী লীগ করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *