লালমনিরহাট প্রতিনিধি
অবশেষে লালমনিরহাটে রেলভূমির উপর নির্মিত আওয়ামীলীগ নেতার আলোচিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ। বৃহস্পতিবার দুপুরে ভেক্যু দিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় ওই অবৈধ স্থাপনা।
জানাগেছে, জেলা শহরের খোর্দসাপটানা এলাকায় আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম শরীফ রেলের জমির উপর সিনিথিয়া ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। দীর্ঘদিন থেকে ওই ব্যবসায়ী দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে রেলওয়ের জায়গায় ওই অবৈধ স্থাপনা নির্মান করে ব্যবসা করে আসছে। এর আগে রেলওয়ে কতৃপক্ষ তাকে ৩দফা নোটিশ প্রদান করেন। কিন্তু সে জায়গা ছেড়ে দেয়নি না। কয়েকদফা উচ্ছেদ অভিযানে এলে আওয়ামীলীগের নেতাকর্মীদের বাঁধার মূখে ফিরে যায় রেলওয়ে কর্তৃপক্ষ। পরে রেলওয়ে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে । অবশেষে মামলার রায় নিয়ে বৃহস্পতিবার ভেক্যু দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো রেলওয়ে কর্তৃপক্ষ।
অভিযানের সময় রেলওয়ে বিভাগীয় এস্টেট অফিসার পূর্ণেন্দু দেব , জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি সহ প্রশাসনের উর্ধবতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *